বুধবার, ২৪ অক্টোবর, ২০১২

Paranormal-activity-3

Horror Supernatural 

The deeper we dig into the story of Katie and her sister Kristi, the creepier it gets. (And that's a good thing!) This third installment in the Paranormal Activity franchise takes us back to the ‘80s, when side ponytails were all the rage and capturing a demonic presence on videotape required a little more creativity than pressing the "night vision" button on your webcam. Bonus: not only will you jump in your seat, you'll likely start to doubt all those happy memories you made playing with your childhood imaginary friend.

Movie Download link
                                                        HERE




শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১২

পিসির Performance ঠিক রাখুন এক সফটওয়্যার দিয়েই


পিসির যত্ন নেয়ার জন্য দারুন একটি সফটওয়্যার Tool wiz System Care. এক সফটওয়্যারে এত কিছু ভাবাই যায় না! নিচে দেখে নিন সফটওয়্যার টির ফিচারসমূহ।

è Disk Clean Up
è Registry Clean up
è Privacy Clean up
è Disk analysis
è Defragment
è System Optimizerx
è File Recovery
è Super Explorer
è Game Turbo Boost
è Password Generator
è Uninstall programs
è Password manager
è Picture Editor
è File locker
è Duplicate File finder
è Disk Doctor
è Time Freeze  সহ অনেক কিছুই।

এছাড়াও Start up report, One click Back up, System Performance, CPU Temperature  সহ আপনার পিসিকে দ্রুত ও স্বাভাবিক রাখতে সফটওয়্যার টির বিকল্প নেই।
কিছু স্ক্রীন শট দেখে নিন



 দেরি না করে এখনি সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১২

ফটোশপ ব্যবহারকারীরা ডাউনলোড করে নিন Adobe Photoshop CS6 Extended(প্যাচ সহ ফুল ভার্সন)


ফটোশপ সম্পর্কে নতুন করে কিছু বলার আছে?? যাই হোক, যারা জানেন না বা ফটোশপের নাম শুনেননি তাদের জন্য একটু বলি ফটোশপ নিয়ে।
ছবি এডিটিং এর ক্ষেত্রে এডোবি ফটোশপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। বিভিন্ন প্রোগ্রামার, ডিজাইনাররা তাদের প্রজেক্ট বা ছবির কাজগুলো সম্পন্ন করে থাকেন ফটোশপে। ফটোগ্রাফাররা তাদের ছবি ঠিক করেন ফটোশপে। প্রফেশনাল ব্যাক্তিরা এটিতে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কারন ফটোশপ ব্যবহার করে পত্রিকা, বিজ্ঞাপন, বইয়ের প্রচ্ছদ, লিফলেট, পোষ্টার থেকে শুরু করে সব ধরনের ডিজাইনের কাজ করা যায়।
ফটোশপের রয়েছে অসংখ্য ফিচার যেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের নকশা তৈরি করা, ছবিতে নতুন বৈশিষ্ট্য যোগ করা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, অসংখ্য রঙের সংমিশ্রণ দিয়ে ছবিকে আকর্ষণীয় করা সহ হাজারো কাজ করা যায় ।
এডোবি কোম্পানী ফটোশপ ব্যবহারকারীদের চাহিদার উপর ভিত্তি করে নতুন নতুন ভার্সন বাজারে রিলিজ করছে। এর সর্বশেষ রিলিজকৃত ভার্সন হলো Photoshop CS6


নিচের ফটোশপ CS6 এর ডাউনলোড লিংক দেয়া হলো
ডাউনলোড করতে ঝামেলা আছে। প্রথমে উপরের লিঙ্কে যান। Download Now এ ক্লিক করুন। AdobeDownloadAssistant নামে EXE ফাইল ডাউনলোড হবে। এবার এটি সেট আপ দিন(নেট থেকে একটু সময় নিয়ে সেট আপ হবে)। এবার সফটওয়্যার টি চালু করুন। Create an Adobe ID তে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি একাউন্ট খুলে নিন। এরপর সাইন ইন করুন। এবার ডাউনলোড করতে থাকুন। সাইজ ১১৫২ এমবি।
নিচের লিংক থেকে এর ক্র্যাক ফাইলটি ডাউনলোড করে নিন।
ক্র্যাক করার নিয়মাবলীঃ
প্রথমে ডাউনলোড করা সফটওয়্যার টি ট্রায়াল ভার্সনে ইন্সটল করুন। ডাউনলোড করা ক্র্যাক ফাইলটি আনজিপ করুন। adobe.photoshop.cs6-patch.exe ফাইলটি চালু করুন। Patch এ ক্লিক করুন। আপনাকে ম্যাসেজ দিবে Cannot Find the file. Search the file? এইখানে Yes দিন। এবার C drive>program files> Adobe>Adobe Photoshop CS6>amtlib.dll ফাইলটি সিলেক্ট করে Open করুন। কাজ শেষ। এবার ফটোশপ চালু করুন। উপরে Help মেনু গিয়ে দেখুন Product Registration হাইড করা। তার মানে Patch হয়ে গেছে। এবার উপভোগ করুন Photoshop CS6 এর ফুল ভার্সন।

যাদের এমবি কম তারা পোর্টেবল ভার্সন ব্যবহার করতে পারেন। পোর্টেবল ভার্সন এর সাইজ খুবই কম(মাত্র ৮০ এমবি) এটি প্রিরিলিজ এর পোর্টেবল ভার্সন(তাই খুব একটা ভালো সার্ভিস নাও পেতে পারেন। তবে মোটামুটি চলবে)
Password: www.tunerpage.com
সবই তো দিলাম। এবার চিন্তা করছেন ফটোশপের কাজ কিভাবে শিখবেন? সেটাও দিচ্ছি! ফটোশপের কাজ শিখার জন্য “ডিজাইনিং দুনিয়া নিজেই হয়ে যান ডিজাইনার” এই পেজের সাথে থাকুন। এখানে প্রফেশনাল মানের বাংলা ভিডিও টিউটোরিয়াল দেয়া হয়।

সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২

ওয়েব ক্যাম এর জন্য WebcamMax 7.1.2.6 ডাউনলোড করুন।


ওয়েব ক্যাম চালানোর জন্য ভালো একটি সফটওয়্যার। ছবি তোলার পাশাপাশি অনেক ধরনের ইফেক্ট ছবিতে দিতে পারবেন। এটির ফুল ভার্সন পাওয়া কষ্টকর। এখানে আপনাদের Crack সহ ফুল ভার্সন দিয়েছি।
Crack করার নিয়মাবলীঃ 
জিপ ফাইল আনজিপ করুন। সাধারন নিয়মে ইন্সটল এর সবার শেষের ধাপে Run WebcamMax এর পাশের বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Finish করুন। সফটওয়্যার টি Run করাবেন না, তাহলে ক্র্যাক কাজ করবে না।  এবার WebcamMax activator ফোল্ডার থেকে activator ফাইলটি( আনজিপ করা ফোল্ডারের ভিতর পাবেন) চালু করে Activate করুন। এরপর crack ফোল্ডারের ভিতর দেয়া wcmhelper.dll, WebcamMax ফাইল দুটি Copy করে C drive> program files> WebcamMax এ পেস্ট করুন( পেস্ট করার সময় Copy and replace দিবেন, এরপর Continue দিবেন)। এবার সফটওয়্যার টি আপনার ডেক্সটপ থেকে চালু করে দেখুন... ফুল ভার্সন হয়ে গেছে।
ডাউনলোড লিংক
(দুইটি ডাউনলোড অপশন পাবেন। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে)

বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২

সবচেয়ে সহজ পদ্ধতিতে ছবির Background Remove করুন।

সবাইকে সুবেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ পোস্ট।


আজকে আপনাদের জন্য একটা দারুন ফটোশপ টিওটোরিয়াল নিয়ে হাজির হয়েছি।
ছবি থেকে নিমেষেই কিভাবে Background সরানো যায় তার একটি টিওটোরিয়াল। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
পরবর্তীতে কি ধরনের টিওটোরিয়াল দিলে আপনাদের জন্য ভালো হবে জানিয়ে কমেন্ট করবেন, আমারা সে অনুযায়ী টিওটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো।
আরও সুন্দর সুন্দর টিওটোরিয়াল পেতে ডিজাইনিং দুনিয়ার সাথে থাকুন।



শুক্রবার, ৮ জুন, ২০১২

Xilisoft HD video Converter 7.3.0 Ultimate By Creative


Xilisoft Video Converter Ultimate 7.3.0

সবাইকে সুবেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ।


পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিডিয়া কনভার্টার টি নিয়ে আসলাম আপনাদের জন্য। এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে কার্যকর মিডিয়া কনভার্টার হল Xilisoft Video Converter । এটি প্রতিনিয়তই তার নতুন নতুন ভার্সন রিলিজ করছে। আর প্রতিটা ভার্সনেই থাকছে নতুন কিছু না কিছু ফিচার। এখন পর্যন্ত Xilisoft রিলিজ প্রাপ্ত সবচেয়ে আপডেট ভার্সন হল Xilisoft HD Video converter 7.3.0 Ultimate এই কনভার্টারটিতে রয়েছে, এইচ ডি অপশন, এছারা ভিডিও এডিট করার জন্য রয়েছে দারুন সব এফেক্ট। এছাড়া এটাতে নতুন আরও যেটা যুক্ত হয়েছে টা হল, এতে নিজের ইচ্ছে মতো সাব টাইটেল ফাইল এড করা যায়।
এক কোথায় কনভার্টার জগতে Xilisoft ই হল সবচেয়ে সেরা। অনেক খোজা খুজি করার পর আপনাদের জন্য এই সফটওয়্যার টি পেচ সহ ডাউনলোড করেছি, এবং এটি ১০০% নিশ্চিত পেচ কাজ করবে। ডাউনলোড করার পর Must Read. Txt ফাইল টি ভাল ভাবে পরবেন, তারপর সেটআপ করবেন। আর কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।

Xilisoft Video Converter Ultimate 7.3.0

 is powerful, versatile video conversion software which convert video file between all popular video formats such as convert AVI to MPEG, WMV to AVI, WMV to MPEG, H.264 video, etc. No other program like Xilisoft Video Converter supports so comprehensive video formats including DVD, VCD, SVCD, AVI, MPEG, MP4, WMV, 3GP, H.264/MPEG-4 AVC, H.264/PSP AVC Video, MOV, RM, ASF, FLV, SWF, etc. In addition, The Video Converter provides an easy way to convert video file to popular audio file, like MP2, MP3, AC3, RA, M4A, OGG, AAC etc. The Video Converter also supports APE, CUE decoding and audio CD ripping.

Key Features:
• Powerful video effect editing functions to customize your video: crop video size, edit video effects, and add video watermark; (Ultimate only)
• Support the decoding and encoding of lossless audio; (Ultimate only)
• Preview and compare the source video and fixed video; (Ultimate only)
• Merge several video segments to one for conversion; (Ultimate and Platinum only)
• Clip segments from video and audio, and output them respectively or merge them into one for output; (Ultimate and Platinum only)
• Preview clipped video segment; (Ultimate and Platinum only)
• More optimized and classified profiles are supported now, and any profile can be customized to create your own one with your favorite settings;
• Customize the output file size and auto-calculate corresponding video bit rate;
• Multiple output formats can be set for one original to facilitate your conversion;
• Convert videos to compatible formats to work on PSP, PS3, iPod, iPhone, Apple TV, Zune, Archos, blackberry, iRiver PMP, Creative Zen, etc.;
• It supports H.264/AVC video format, PSP H.264/MPEG-4 AVC encoding/decoding, PSP H.264/AVC Video (480x272) (*.mp4);
• It provides batch conversion and multithreading, thus you can select multiple files at one time to have them convert one by one automatically;
• You can convert any clip or segment of the video at will by setting the start point and duration, and split one source file to several by duration or file size;
• video codec and audio codec can be modified: alternatively select video codec such as MPEG4, DVvideo, Mjpeg, etc. for AVI, H263, and MPEG4 for 3GP, as well as audio codec like PCM, MP2, MP3, MPEGAAC, AC3, etc.
• When converting files, you can pause, stop and continue at any moment;
• You can keep the default settings or set parameters of the video and audio by yourself to get particular effects for output file.